লার্নিং টিউটরিয়াল

‘হক মালটিমিডিয়ার’ ব্যানারে ohomgroup  বাংলা লার্নিং টিউটরিয়ালগুলোর উপর এই ব্লগে নিয়মিত ব্লগিং করা হচ্ছে। ‘হক মালটিমিডিয়া’র ohomgroup প্রকাশনায় লার্নিং টিউটরিয়াল ব্যবহার করার মাধ্যমে হাজার হাজার শিক্ষার্থী নিজেদের দক্ষ করে গড়ে তুলেছেন। বাংলা ভাষায় টিউটরিয়ালগুলো সিডি হিসেবে পাবলিশ করা হলেও বর্তমানে ভিডিওগুলো অনলাইন ভার্ষন প্রকাশিত হয়েছে। যেসকল টিউটরিয়ালের অনলাইন ভার্ষন প্রকাশিত হয়েছে সেগুলোর সিডি ভার্ষন বন্ধ করে দেয়া হয়েছে। ভিডিও লেসনগুলো ইন্টারনেটে আপলোড করা হয়েছে তাই এখন থেকে ইন্টারনেট ভিডিও দেখা ও ডাউনলোড দেয়ার মাধ্যমে প্যাকেজগুলো ব্যবহার করতে হবে। টিউটরিয়ালগুলো ব্যবহার করার মাধ্যমে এবার আপনিও বদলে ফেলতে পারেন নিজেকে।

অনলাইন ভার্ষন করার ফলে আপনার ইমেইলেই পেয়ে যাবেন টিউটরিয়ালের সকল ভিডিও। তাছাড়া পাসওয়ার্ড প্রটেকটেড ওয়েবসাইটের মাধ্যমে আপনার ইউজার প্যানেল থেকে যেকোন সময় ভিডিও দেখতে এবং প্রয়োজনীয় ফাইল ডাউনলোড দিতে পারবেন।




‘হক মালটিমিডিয়ার’র সেরা পাচটি লার্নিং টিউটরিয়াল হলঃ

১। ঘরে বসে অনলাইনে আয়ঃ অনলাইনে আয় করার সেরা ২১ টি মাধ্যমের বিবরণসহ অনলাইনে কাজ করার বাস্তবধর্মী বিবরণ এবং টাকা দেশে নিয়ে আসার প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়েছে। আরো জানুন। [অনলাইন ভার্ষন ১৮০ টাকা মাত্র]

২। টুটাল গ্রাফিক্স ডিজাইনঃ গ্রাফিক্স ডিজাইনিংয়ের সকল প্রয়োজনীয় সফটওয়্যারসহ পূণাঙ্গ ডিজাইন তৈরি করে দেখিয়ে দেয়া হয়েছে যা ব্যবহার করে প্রফেশনাল কাজ করতে পারবেন। গ্রাফিক্স ডিজাইনিং দক্ষতার মাধ্যমে অনলাইনে কাজ করে আয় করার বিবরণ দেখিয়ে দেয়া হয়েছে। আরো জানুন। 
[অনলাইন ভার্ষন ৩৮০ টাকা মাত্র]

৩। টুটাল সার্চ ইঞ্জিণ অপটিমাইজেশনঃ একটি ওয়েব সাইটকে সার্চ ইঞ্জিণের প্রথম পাতায় নিয়ে আসার প্রক্রিয়া এবং সার্চ ইঞ্জিণ অপটিমাইজণের কাজ করে অনলাইনে আয় করার পূর্ণাঙ্গ বিবরণ। আরো জানুন। 
[অনলাইন ভার্ষন ২৮০ টাকা মাত্র]

৪। ইমেল মার্কেটিং প্রফেশনালঃ প্রতি ঘন্টায় ১০ হাজারেরও বেশী ইমেল সেন্ড করা এবং ২ কোটি থেকে বেশী ইমেল সংগ্রহ করার জন্য এই প্যাকেজটি ব্যবহার করতে পারেন। আরো জানুন। 
[অনলাইন ভার্ষন ২৬০ টাকা মাত্র]

৫। ব্লগিং শেখার পূর্ণাঙ্গ টিউটরিয়ালঃ কেবলমাত্র পূর্ণাঙ্গ ব্লগিং শেখার মাধ্যমে অনলাইনে আয় করার পাশাপাশি মান সম্পন্ন ব্লগ সাইট তৈরি করার এ টু জেড বিবরণ। আরো জানুন। 
[অনলাইন ভার্ষন ১৮০ টাকা মাত্র]

No comments: