সার্চ ইঞ্জিণ অপটিমাইজেশন কি?
আমরা গুগলে কোন কিছু লিখে সার্চ করলে সার্চ রেজাল্টে প্রচুর ওয়েবসাইট দেখতে পাই। গুগল প্রত্যেকটা ওয়েবসাইটের কন্টেন্ট ভেলু, ভিজিটর সংখ্যা, আরটিকোল সংখ্যা, ব্যাংকলিংক সংখ্যা ইত্যাদির উপর ভিত্তি করে রেটিং দিয়ে থাকে। সেই রেটিং এর উপর নির্ভর করে আমরা সার্চ রেজাল্টে প্রথম দিকে তুলনামূলক হাই রেটেড ওয়েবসাইট দেখতে পাই। কম রেটেড ওয়বসাইটগুলা ধারাবাহিক ভাবে সার্চ রেজাল্টের পেছনের দিকে দেয়া থাকে। সুতরাং
সার্চ ইঞ্জিণ অপটিমাইজেশন হচ্ছে এমন এক প্রক্রিয়া যার সাহায্যে একটি ওয়েবসাইটকে গুগলের প্রথম দিকে নিয়ে আসা হয়।
সার্চ ইঞ্জিণ অপটিমাইজেশন কেন করতে হবে?
সার্চ ইঞ্জিণ অপটিমাইজেশন করার প্রধান কারণ হচ্ছে
['সার্চ ইঞ্জিণ অপটিমাইজেশন' প্রত্যেক ব্লগার ও অনলাইন ফ্রিলেন্সারের জন্য অতি প্রয়োজনীয় একটি প্যাকেজ. এর সাহায্যে একটি ওয়েব সাইটকে গুগল সহ প্রয়োজনীয় সার্চ ইঞ্জিনের প্রথম পাতায় নিয়ে আসা হয়, ফলে ভিজিটর মুখরিত ওয়েব সাইটের মাধ্যমে ব্লগার বা সাইটটির এডমিনের কাঙ্খিত লক্ষ্য অর্জন সম্ভব হয়. সার্চ ইঞ্জিন অপটিমাজশনে দক্ষতা অর্জনের মাধ্যমে ফ্রিলেন্স আউটসোর্সিং এর কাজ পাওয়া যায় ]
[অনলাইন প্যাকেজ ৪৫০ টাকা মাত্র : কুরিয়ার প্যাকেজ ৫৫০ টাকা মাত্র]
No comments:
Post a Comment